নীলু, মানে আমার স্বামী, ওর পিসির ছেলে কুমুদকে নিয়ে এসেছে আমাদের বাড়ীতে এক সপ্তাহ প্রায় হল। কুমুদ বছর কুড়ির ছেলে, মাজা মাজা গায়ের রং, লম্বা সুঠাম পেটানো চেহারা, কিন্তূ একটূ বোকাসোকা। পড়াশুনা বিশেষ করতে পারেনি, বাপের বিশাল ব্যবসা, তাতে ঢুকে অবশ্য বেশ বুদ্ধির পরিচয় দিছে। সম্পর্কে আমি ওর বৌদি, ভারী...