পর্ব ১ - Part 1
শ্যামলী একটা আম হাতে নিয়ে দাদা শ্যামলের কাছে গিয়ে জিজ্ঞেস করল ‘এই দাদা, আম খাবি?’ শ্যামল মাথা নিচু করে কি লিখছিল। তেমনি মাথা নিচু করেই জবাব দিল, না।’
শ্যামলী বলল – দেখ না, বেশ বড় টুসটুসে আম শ্যামল এবার মুখ তুলে বোনের দিকে তাকিয়ে বলল, দেখেছি তবে একটা খাব না। যদি তিনটেই খেতে দিস, খেতে পারি।’
শ্যামলী বলল, ‘বারে, আমি তো এই একটা আম নিয়ে এলাম। তোকে তিনটে দেব কী করে?’
শ্যামল বোনের বুকের দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলল, ‘আমি জানি তোর কাছে আরো দুটো আম আছে এখন তুই যদি দিতে না চাস তো দিবি না।’
দাদার ইঙ্গিত বুঝতে পেরে শ্যামলী লজ্জা মাখা মুখে বলল, ‘দাদা, তুই কিন্তু দিন দিন ভারি শয়তান হচ্ছিস।’
শ্যামল বলল ‘বারে, আমি আবার কী শয়তানি করলাম? আমি তো তোর কাছ থেকে জোর করে কেড়ে নিচ্ছি, তা তো নয়। তুই নিজেই আমাকে একটা আম খেতে বললি, আর আমি...